• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

বাবা-মায়ের ঝগড়ায় প্রাণ গেল শিশুর 

দিনাজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২২, ১৩:০৭
বাবা-মায়ের ঝগড়ায় প্রাণ গেল শিশুর 
ছবি : সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নে বাবার লাঠির আঘাতে এক শিশু নিহত হয়েছেন।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই ভোরে উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সালন্দার স্কুল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জাকারিয়া হোসেন (৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরে দেলোয়ার ও তার স্ত্রী জাকিয়া বেগমের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে স্ত্রীকে মারধর শুরু করেন। এ সময় জাকিয়ার কোলে থাকা শিশু জাকারিয়া হোসেনের মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই জাকারিয়া মারা যায়।

স্থানীয় চেয়ারম্যান মজিবর রহমান সরকার জানান, দেলোয়ার হোসেন পেশায় একজন ইটভাটা শ্রমিক। প্রতিদিন ভোরে তাকে ভাটায় কাজে যেতে হয়। অভাবের সংসারে স্বামী-স্ত্রীর ঝগড়া বিবাদের মধ্যে অসাবধানতাবসত এ ঘটনা ঘটেছে। ইচ্ছাকৃত হত্যা নয়। এটি একটি দুর্ঘটনা।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, বুধবার ভোরে পারিবারিক কলহের জেরে বাবার লাঠির আঘাতে ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবা দেলোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের, হাসপাতালে ৪০   
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অভিনেতার
বরিশালে বাসের ধাক্কায় প্রাণ গেল সেনা সদস্যের স্ত্রীর
তিন দিন পর বিয়ে, সড়কে প্রাণ গেল হুমায়ুনের