সাতক্ষীরার তালা উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামে পুলিশের ধাওয়ায় এক জুয়াড়ির মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) রাত ৮টায় ওই গ্রামে পুলিশ জুয়ার আসরে অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তি মাগুরাডাঙ্গা গ্রামের জব্বার মোড়লের ছেলে আবুল। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার রাতে দুই জুয়াড়িকে আটককের সময় ঘটনাস্থল থেকে আবুল হোসেন (৫০) নামের একজন পুলিশের ধাওয়ায় দৌড়ে বাড়ি ফিরে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান।
তালা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, বুধবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে তাসের জুয়া খেলার আস্তানায় অভিযান চালানো হয়। পরে সেখানে দুজনকে পুলিশ আটক করলেও বাকি আট থেকে নয়জন পালিয়ে যায়।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দৌড়ে বাড়ি ফেরার পর সন্ধ্যা ৮টার দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে একজন মারা যান। তিনিও জুয়া খেলছিলেন। তবে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।