ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

সাজেকে পর্যটকবাহী গাড়ির সময়সূচি পরিবর্তন

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ , ১২:৪৩ পিএম


loading/img
ফাইল ছবি

রাঙ্গামাটির সাজেকের পর্যটকবাহী গাড়ি চলাচলের সময়সূচি পরিবর্তন করেছে সেনা জোন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ জানুয়ারি) থেকে কার্যকর হবে ওই সময়সূচি। এর আগে জোন কমান্ডারের পক্ষে মেজর আকতার বিন মুকতাদিরুল গানিউল রহমানের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়, ‘রাঙ্গামাটির সাজেকগামী পর্যটকদের প্রবেশের সময় সকাল সাড়ে ১০টার পরিবর্তে বেলা ১১টা করা হয়েছিল। গত ২৬ ডিসেম্বর বাঘাইহাট জোন কমান্ডারের কাছে সাজেকের কটেজ মালিক সমিতি একটি আবেদন করে। পরে ওই আবেদনের প্রেক্ষিতে আবারও বাঘাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেকগামী পর্যটকদের সকালের গাড়ির প্রবেশের সময় বেলা ১১টার পরিবর্তে সকাল ১০টা এবং সাজেক থেকে বাঘাইহাটে ফিরে যাওয়ার সময় বিকেল ৩টার পরিবর্তে দুপুর ২টা করা হয়েছে। পরিবর্তিত এই সময়সূচি মঙ্গলবার (১০ জানুয়ারি) থেকে কার্যকর হবে।’ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |