ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

চার পা নিয়ে শিশুর জন্ম!

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩ , ০৭:২৯ পিএম


loading/img
ফাইল ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বেসরকারি হাসপাতালে চার পা নিয়ে এক নবজাতকের জন্ম হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর ৬টার দিকে শিশুটির জন্ম হয়।

ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হাতির খেদা গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী নাছরিন আক্তার শিশুটির জন্ম দেন।

বিজ্ঞাপন

নবজাতকের বাবা সাইদুল ইসলাম বলেন, ২০২০ সালে তাদের বিয়ের পর প্রথম ছেলের জন্ম হয়। কিন্তু সে ডেলিভারির সময় মারা যায়। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে তাদের কন্যাসন্তানের জন্ম হলো। এতে সবার মুখে হাসি ফুটলেও স্বজনরা দুশ্চিন্তায় আছেন। 

হাসপাতালের চিকিৎসক এস এ ফারুক গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার সকালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে ওই নারী সন্তানের জন্ম দিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য নবজাতককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |