ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বাঘারপাড়ায় আ.লীগ নেতা আরশাদ পারভেজের মতবিনিময় সভা

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩ , ১১:৩৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

যশোরের বাঘারপাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির সদস্য এবং যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

আরশাদ পারভেজ বলেন, এ দেশে হিন্দু-মুসলিম-খ্রিস্টান সবাই মিলে মিশে বসবাস করে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই নীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ এগিয়ে চলছে। দেশকে এগিয়ে নিতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে।

বিজ্ঞাপন

মতবিনিময় সভা শেষে স্থানীয় দরাজহাটে রক্ষাকালী পূজায় হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের জন্য আশ্বাস দেন তিনি।

এ সময় যশোর জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা বাদশা, বাঘারপাড়া উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ এনায়েত হোসেন লিটন, ইউপি সদস্য শাহনাজ পারভীন, তাঁতি লীগ নেতা সুলতান আহমেদ, আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম তুর্কি, মোজাফফার হোসেন পূজা কমিটির অশোক সাহা, গোপাল সাহা, বিশ্বজিৎ সাহা, প্রসেনজিৎ সাহাসহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |