নওগাঁর রাণীনগরে জুয়ার আসর থেকে আটক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ ৯জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার সিম্বা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন–উপজেলার সিম্বা গ্রামের শুকুর আলী (৪৫), সাইদুল ইসলাম (৩৯), দুলাল হোসেন (৪০), চঞ্চল প্রামাণিক (৪৮), শহিদুল দেওয়ান (৫০), জুয়ের হোসেন (৪৪), রহিদুল খাঁ (৩৮), চাঁন মিয়া (৩৮) ও জান্টু আকন্দ (৪০)।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, জুয়া খেলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার সিম্বা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই গ্রামের চঞ্চল প্রামাণিকের বাড়ি থেকে স্থানীয় ইউপি সদস্যসহ নয়জনকে আটক করা হয়। এ সময় জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ২৮ হাজার ৯২০ টাকা জব্দ করা হয়।