ঢাকার কেরানীগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে, সরকারি খাল ভরাট করে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে জমি বিক্রির অভিযোগ উঠেছে বাংলা বিল্ডার্স লিমিটেডের (ইউরো) বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিষ্ঠানটি বৈধ কোনো কাগজপত্র ছাড়াই রাতের আঁধারে বালু ভরাট ও রাজউকের মেম্বারশিপ সাইনবোর্ড ব্যবহার করে এসব জমি বিক্রি করছে। এজন্য তারা ইউরো বাংলা, সোনার বাংলা ও গ্রিন সিটি আবাসন প্রকল্পসহ একাধিক নাম ব্যবহার করছে।
স্থানীয়দের এমন অভিযোগে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সরেজমিনে সেখানে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সল বিন করিমের নেতৃত্বে একটি দল। এ সময় জিনজিরা-রোহিতপুর সড়কের পাশে ব্রাহ্মণকিত্তার সোনার বাংলা গ্রিন সিটিতে অভিযান চালিয়ে ড্রেজার পাইপ দিয়ে নিচু জমি, পুকুর ও সরকারি খাল ভরাটের অভিযোগে এক কর্মচারীকে আটক করা হয়। পরে প্রকল্পের পরিচালক আব্দুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত এবং চার দিনের মধ্যে ভরাট করা মাটি অপসারণ করার শর্তে তাদের ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে ইউরো বাংলা বিল্ডার্সের চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, এটি গণমাধ্যমের দেখার বিষয় নয়। রাজউকের মেম্বারশিপ নিয়ে তারা দীর্ঘ কয়েক বছর ধরে ব্যবসা করছেন।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সল বিন করিম জানান, প্রতিষ্ঠানটি সরকারি খাল ভরাট করে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। স্থানীয়দের পাশাপাশি প্রশাসনেরও বিষয়টি নজর এড়ায়নি। প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুল হক সাহিদ জানান, হাউজিং কোম্পানিগুলো খাল দখলে মরিয়া হয়ে উঠছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা জানান, কেরানীগঞ্জে এ ধরনের কোনো হাউজিং প্রকল্পকে অনুমোদন দেওয়া হয়নি। যারা মিথ্যা তথ্য দিয়ে মানুষ থেকে সুবিধা নিচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।