ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

পাঁচ লাখ ভারতীয় আতশবাজিসহ গ্রেপ্তার ৫

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

রোববার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩ , ০৭:২৪ পিএম


loading/img

কুমিল্লা নগরীর অশোকতলা এলাকায় সোয়া পাঁচ লাখ ভারতীয় আতশবাজিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

বিজ্ঞাপন

রোববার (৫ ফেব্রুয়ারি) র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে নগরীর অশোকতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, চান্দিনা উপজেলার বরকড়ি গ্রামের আবুল কালামের ছেলে মো. আরমান (২৭), নগরীর শাসনগাছার লিটন মিয়ার ছেলে মো. রনি হোসেন (২৬), একই এলাকার মো. মনির হোসেনের ছেলে এমরান হোসেন (২৪), খাগড়াছড়ির গুইমারার জালিয়াপাড়া গ্রামের হজরত আলীর ছেলে মোহাম্মদ হোসেন (২৮) ও বরুড়া উপজেলার হরিপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে মো. সোহেল (২৮)।

বিজ্ঞাপন

মোহাম্মদ সাকিব হোসেন জানান, শনিবার রাতে গোপন খবরের ভিত্তিতে নগরীর অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ লাখ ৩৭ হাজার ১০০ পিস আতশবাজি, ১৮ হাজার পিস চকোলেট, ১৭ হাজার পিস মেহেদী, ৭২০ পিস উডওয়ার্ড গ্রিপস ওয়াটার, ১ হাজার ২৮০ পিস তেল, তিন হাজার ৫০০ পিস পাউডার জব্দ করা হয়। তাদের নামে কোতোয়ালি মডেল থানায় মামলা দিয়ে রোববার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |