ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

স্কুলছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, যুবক গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ০৯:৪৫ এএম


loading/img

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

বুধবার (২২ ফেব্রুয়ারি) সাতক্ষীরা সদর থানার ইনচার্জ ওসি (তদন্ত) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে সদর থানায় এজাহার দাখিল করেছেন। 

আসামিরা হলেন, শহরের টিভি সেন্টারের পেছনের বাসিন্দা রিপন ও শামসুর রহমান এবং তার বখাটে ছেলে রাজ।

বিজ্ঞাপন

জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী প্রতিদিন স্কুলে ও কোচিংয়ে যাওয়ার পথে একই এলাকার রাজ তাকে উত্ত্যক্ত করতেন এবং প্রেমের প্রস্তাব দিতেন। এ ঘটনার জের ধরে রাজের পরিবারকে সতর্ক করা হলেও কার্যত বেপরোয়া ছিলেন রাজ। পরে গত মঙ্গলবার রাতে ভুক্তভোগী নিজ বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি গোপন মোবাইল জব্দ করা হয়েছে। পরে মোবাইলের সূত্রধরে রিপনকে রাতেই আটক করে পুলিশ। 

ইনচার্জ ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রাজ ও রিপনসহ তিনজনকে আসামি করে থানায় এজাহার জমা দিয়েছেন। ঘটনাটি অধিকতর ক্ষতিয়ে দেখা হচ্ছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |