ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১২ মার্চ ২০২৩ , ১০:২৩ এএম


loading/img
ফাইল ছবি

গোপালগঞ্জে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বাদল এক শিক্ষক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (১২ মার্চ) রাজবাড়ী রেলওয়ে থানার পরিদর্শক সোমনাথ বসু এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে গোপালগঞ্জ সদর উপজেলার নলডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া গ্রামের নীলরতন বিশ্বাসের ছেলে বাদল বিশ্বাস (৩৬)। তিনি সিলনা-গুয়াধানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। 

বিজ্ঞাপন

পরিদর্শক সোমনাথ বসু জানান, রোববার সকালে ডালনিয়া থেকে মোটরসাইকেলে করে স্কুলের দিকে যাচ্ছিলেন বাদল। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মোটর সাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ বাদল ৩০ থেকে ৪০ ফুট দূরে রাস্তার খাদে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |