ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

ভোটের দিন নির্বাচনী কেন্দ্র থেকে ঘোড়া জব্দ

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ , ০২:৩৩ পিএম


loading/img

কুমিল্লা দাউদকান্দি উপজেলায় ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে সাতপাড়া কেন্দ্র থেকে একটি ঘোড়া জব্দ করা হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা পৌনে ১১টায় ঘোড়াটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

তিনি বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আমরা সাতপাড়া কেন্দ্রে প্রবেশের সময় একটি জীবন্ত ঘোড়াকে পেয়েছি। এ সময় ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন আল আজাদকে জিজ্ঞেসাবাদ করা হলে তিনি জানান, অতি উৎসাহী কেউ কেন্দ্রের পাশে নিয়ে আসে। আমি বিষয়টা অবগত নই।

বিজ্ঞাপন

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া বলেন, নির্বাচনী কেন্দ্র থেকে একটি ঘোড়া জব্দ করা হয়েছে। ইতোমধ্যে ঘোড়াটা আমরা থানায় নিয়ে যাচ্ছি। প্রমাণ সাপেক্ষে প্রকৃত মালিককে দেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |