ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নে বন্ধুর ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে।
রোববার (১৯ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৮ মার্চ) রাত ১০টায় ওই ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি পৌর শহরের ভাদুঘর এলাকার মানিক ঢালীর ছেলে রনি ঢালী (১৭)। অভিযুক্ত ব্যক্তির নাম রাজু (১৭)।
পুলিশ জানান, রনি শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে রাতে রনি তার বন্ধু ভাদুঘর এলাকার রাজুর সঙ্গে বিয়াল্লিশ্বর এলাকায় একটি নির্জন কাঠ বাগানের পাশে মসজিদের কোনায় অবস্থান করছিল। এরই মধ্যে কোনো একটি বিষয় নিয়ে রনিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রাজু। পরে রনিকে তার আরেক বন্ধু শুভ উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, অভিযুক্ত রাজু এলাকার চিহ্নিত চোর ও মাদকসেবী। ঘটনার পর থেকেই রাজু পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।