ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

বাসের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৫ মার্চ ২০২৩ , ০৭:০৩ পিএম


loading/img
ফাইল ছবি

মেহেরপুরের গাংনী উপজেলায় বাসের ধাক্কায় এক শিক্ষক নিহত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৫ মার্চ) বিকেল ৩টায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কে কাথুলী মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের রফাতুল্লাহ ছেলে শরিফ উদ্দিন (৪০)। তিনি শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ছিলেন। 

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী জাহানারা খাতুন জানান, শরিফ সম্পর্কে আমার মামা হন। এ ঘটনার সময় আমি কাথুলী মোড়ের বাম পাশে দাঁড়িয়ে ছিলাম। ওই সময় শরিফ মোটরসাইকেল যোগে গাংনী হাসপাতাল বাজারের দিক থেকে গাংনী বাজারের দিকে আসছিলেন। পথিমধ্যে কাথুলী মোড় এলাকায় পৌঁছালে মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী হাজী রাবেয়া নামক একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের পেছনের ধাক্কা দিলে শরিফ ও মোটরসাইকেল বাসের নিচে পড়ে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। 

গাংনী থানার ইনচার্জ আবদুর রাজ্জাক বলেন, শনিবার সকালে এ ঘটনার সংবাদ পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |