ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ঈদগাহ মাঠে মুসল্লির মৃত্যু 

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২২ এপ্রিল ২০২৩ , ০৩:২৫ পিএম


loading/img
ফাইল ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেরামতিয়া হাইস্কুল ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ শেষে খুতবা শোনা অবস্থায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২২ এপ্রিল) দুপুরে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীউল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ১০টায় ওই মাঠে এ ঘটনা ঘটে। 

মৃত মো. শামসুর রহমান গোসাই (৬০) পৌর শহরের সাঞ্জুরভিটা গ্রামের সেনপাড়া এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, শনিবার সকালে শামসুর ঈদুল ফিতরের নামাজ শেষে খুতবা শুনছিলেন। এ সময় হঠাৎ জায়নামাজে ঢলে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। 

নাগেশ্বরী পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু জানান, পরিবারের লোকজনের সঙ্গে কথা হয়েছে। দাফনের প্রস্তুতি নিচ্ছেন তারা। শনিবার বিকেল সাড়ে ৩টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীউল হাসান জানান, শনিবার সকালে ঈদুল ফিতরের নামাজ শেষে খুতবা শোনা অবস্থায় শামসুর রহমানের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয় তার মৃত্যু হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |