ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

হিলিতে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৭ মে ২০২৩ , ০১:২৮ পিএম


loading/img

দিনাজপুরের হিলিতে সরাসরি কৃষকদের নিকট থেকে ন্যায্যমূল্যে চলতি বোরো মৌসুমের অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (৭ মে) দুপুর ১২টায় হিলি খাদ্যগুদাম চত্বরে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শাহিনুর রেজা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম এই কার্যক্রমের উদ্বোধন করেন। কাওছার আলী নামের এক কৃষকের নিকট থেকে এক টন ধান ক্রয়ের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় সেখানে হিলি খাদ্যগুদাম কর্মকর্তা জোসেফ হাসদা, খলিলুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

হিলি খাদ্যগুদাম কর্মকর্তা জোসেফ হাসদা জানান, চলতি বোরো মৌসুমে এই উপজেলায় ৬৪৪ মেট্রিক টন ধান ৩০ টাকা কেজি মূল্যে সরাসরি কৃষকদের নিকট থেকে সংগ্রহ করা হবে। এ ছাড়া ৩৬৭ মেট্রিক টন চাল ৪৪ টাকা কেজি মূল্যে মিলারদের নিকট থেকে সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান কার্যক্রম চলবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |