ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বৃক্ষরোপণ করল সুন্দরগঞ্জ উন্নয়ন ফোরাম

আরটিভি নিউজ

সোমবার, ০৩ জুলাই ২০২৩ , ০৪:৪৭ পিএম


loading/img

পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরগঞ্জ উন্নয়ন ফোরাম (সউফ)।

বিজ্ঞাপন

সোমবার (৩ জুলাই) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্চিবাড়ী এলাকায় অর্ধশত ফলজ গাছ লাগিয়েছে সউফ।

জানা যায়, উপজেলার বজরা কঞ্চিবাড়ী আদর্শ উচ্চবিদ্যালয়, মজিদিয়া দাখিল মাদ্রাসা, কেন্দ্রীয় ঈদগাহ মাঠসহ আশেপাশে প্রায় অর্ধশত ফলজ গাছ লাগায়। বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ১২ নং কঞ্চিবাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান।

বিজ্ঞাপন

আরও উপস্থিত ছিলেন, সউফের সমন্বয়ক ওবাইদুর সাঈদ, হারুনুর রশিদ, একরামুল হক সানি ও ম্যানেজার রাশেদুল ইসলামসহ সউফের অন্যান্য সদস্যরা।

সমন্বয়ক ওবাইদুর সাঈদ বলেন, সুন্দরগঞ্জ উন্নয়ন ফোরাম (সউফ) সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করল সউফ। বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপন থেকে শুরু প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণসহ নানা কাজ করে যাচ্ছে। সবাই নিজ নিজ অবস্থান থেকে পরিবেশের জন্য বেশি বেশি গাছ লাগানোর অনুরোধ জানান তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |