মাদারীপুরে হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় এর হার সবচেয়ে বেশি।
বৃহস্পতিবার (১৩ জুলাই) মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. ফয়জুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ জানান, মাদারীপুর সদরসহ পাঁচটি উপজেলায় প্রায় প্রতিদিনই ডেঙ্গু রোগের উপসর্গ নিয়ে বিভিন্ন বয়সী রোগীরা চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালগুলোতে গত ২৪ ঘণ্টায় ৪ জনসহ ১২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে শিশু, নারীসহ বিভিন্ন বয়সের মানুষ রয়েছে। যাদের অধিকাংশই রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিজজেলা মাদারীপুর এসে ভর্তি হচ্ছে। ডেঙ্গু রোগীর জন্য আলাদা বেডের (বিছানা) ব্যবস্থা করেছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ ও পরামর্শ দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।
পরিসংখ্যান বলছে, জেলায় ১২৯ জন ডেঙ্গুতে আক্রান্তের মধ্যে ১১৩ জনকে চিকিৎসা দিয়ে ছাড়পত্র দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বর্তমানে জেলা সদর হাসপাতাল ও তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন ১৬ জন রোগী। মোট আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ৫৬ জন, শিবচরে ৩০, রাজৈরে ২৮ ও কালকিনি উপজেলায় ১৫ জন রোগী রয়েছেন।
ডা. মো. ফয়জুর রহমান জানান, বাসা-বাড়িতে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার না করলে এডিস মশার বংশ বিস্তার দ্রুত ছড়িয়ে পড়ে। তাই এসব পানি পরিষ্কার করার পাশাপাশি জনগণকে সচেতন হতে হবে। এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে জনপ্রতিনিধিদেরও এগিয়ে আসার আহবান জানান।