টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ট্রাকচাপায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোর ৬টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি বাসাইল উপজেলার জসিহাটি গ্রামের মো. গনি মিয়ার ছেলে মো. আমিনুল ইসলাম (৫১)। তিনি জসিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
আমিনুল ইসলামের মামাতো ভাই আব্দুল লতিফ মঞ্জু জানান, আমিনুল শহরের সাবালিয়া এলাকায় বসবাস করেন। বৃহস্পতিবার ভোরে মোটরসাইকেল যোগে তার গ্রামের বাড়ি জসিহাটি যাওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ জাহিদ হাসান বলেন, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে মরদেহ রাখা হয়েছে। এ ছাড়া ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।