ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ২৫৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (৮ আগস্ট) র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (৭ আগস্ট) রাতে উপজেলার বিষ্ণুপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি সদর উপজেলার রামরাইলের মনা মিয়ার ছেলে আহাদ মিয়া (২৭)।
র্যাব জানায়, সোমবার রাতে গোপন খবরের ভিত্তিতে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলে থাকা দুজন আরোহীকে থামার জন্য সংকেত দেওয়া হয়। পরে মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় একজন আরোহী পড়ে যায়। এ সময় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদ নাহিদ হাসান জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে আহাদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পালিয়ে যাওয়া মোটরসাইকেলসহ অপর মাদক কারবারিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় দায়েরের প্রস্তুতি চলছে।