ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কা, আরও একজনের মরদেহ উদ্ধার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১১ আগস্ট ২০২৩ , ০৬:৪৫ পিএম


loading/img

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন দেখে তিতাস নদীতে লাফিয়ে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও দুইজন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে সিলেট-আখাউড়া রেলপথের খরমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। তারা হলেন, নরসিংদী জেলার মাদবদী উপজেলার ধোয়ানি গ্রামের (মৃত) গাজী মিয়ার ছেলে শুক্কর মিয়া (৫০), একই জেলার পলাশ উপজেলার মাজেরচর গ্রামের মোতালেবের ছেলে মোজাম্মেল (৩৫) ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ছিলমা নদী এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে  মতিন ভূঁইয়া (৫৫)।

বিজ্ঞাপন

আখাউড়া উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মুনিম সারোয়ার জানান, ঘটনার পর থেকেই আমাদের একটি ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত নদী থেকে ডুবুরি দল তিনটি এবং নৌ-পুলিশ একটি মরদেহ করে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, বৃহস্পতিবারের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের কাছে তিনজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |