ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

প্রতিবেশীর টর্চের আঘাতে গৃহবধূ নিহত 

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ৩০ আগস্ট ২০২৩ , ০১:৩২ পিএম


loading/img
ফাইল ছবি

যশোরের শার্শা উপজেলার নারকেলবাড়িয়া গ্রামে পূর্বশত্রুতার জেরে প্রতিবেশীর টর্চ লাইটের আঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

বুধবার (৩০ আগস্ট) শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাতে ওই গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত নারী উপজেলার নারকেলবাড়িয়া গ্রামের আবদুস সালামের স্ত্রী জহুরা বেগম (৪২)।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে নারকেলবাড়িয়া গ্রামের প্রতিবেশী রুবিনার সঙ্গে গৃহবধূ জহুরার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রুবিনা হাতের টর্চলাইট দিয়ে জোরে আঘাত করলে জহুরা গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। ইতোমধ্যে অভিযুক্ত রুবিনা খাতুন আটক করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |