ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

সরকারি কলেজের পুকুরে ভাসছিল কিশোরের মরদেহ

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৩ সেপ্টেম্বর ২০২৩ , ১১:০২ এএম


loading/img

নরসিংদী সরকারি কলেজ ক্যাম্পাসের পুকুরে এক কিশোরের মরদেহ পাওয়া গেছে। 

বিজ্ঞাপন

রোববার (৩ সেপ্টেম্বর) সকালে কলেজের আবাসিক শিক্ষার্থীরা পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায়।

নিহত কিশোর হলেন, শিবপুরের হোসেন মোল্লার ছেলে ফাইজুল মিয়া (১৬)। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। 

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা জানান, রোববার সকালে কলেজ ক্যাম্পাসের পুকুর পাড়ের পূর্ব পাশে একজনের মরদেহ ভাসতে দেখে শিক্ষার্থীরা। পরে কলেজ কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করেন। 

কলেজ কর্তৃপক্ষ জানান, শনিবার দিনের কোনো এক সময় গোসলে নেমে হয়তো তলিয়ে গিয়ে ওই কিশোরের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত কিশোর কলেজের শিক্ষার্থী না। কীভাবে কী ঘটল, সেটি উদ্ধারে কাজ করছে পুলিশ। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |