ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

খেলার সময় ক্ষিপ্ত হয়ে দায়ের কোপ, রোহিঙ্গা শিশু নিহত

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ , ০১:১২ পিএম


loading/img
ফাইল ছবি

বান্দরবানের লামা উপজেলার বাশঁখালী পাড়ায় দায়ের কোপে একটি শিশু (৬) নিহত হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ওই পাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহত শিশু সাদিয়া মনি। অভিযুক্ত বাশঁখালী পাড়ার মো. হেলাল (১৩)। 

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সাদিয়া ও হেলাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়ি পাশে খেলতে যায়। পরে খেলার সময় তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে হেলাল দা দিয়ে সাদিয়াকে কোপ দেয়। পরে ঘটনাস্থলেই সাদিয়া নিহত হন। এ সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে হেলালকে আটক করেন।

ওসি শামীম শেখ জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |