ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

কে অপছন্দ করল তাতে কিছু যায় আসে না : মেয়র আতিক

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩ , ০৯:৫১ পিএম


loading/img
ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, খাল দখলমুক্ত করলে কে অপছন্দ করল তাতে কিছু যায় আসে না। শহরকে বাঁচাতে উচ্ছেদ অভিযান চলবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ অক্টোবর) রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক সেমিনারে তিনি এ কথা বলেন। ‘ঢাকা শহরে বৃষ্টির পানি ব্যবস্থাপনায় রূপান্তরমূলক পরিবর্তন’ শিরোনামে এই সেমিনার হয়।

মেয়র আতিক বলেন, আমরা ওয়াসা থেকে খালগুলো বুঝে পাওয়ার পর থেকেই দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করছি। লাউতলা খাল অবৈধভাবে দখল করে ট্রাকস্ট্যান্ড করে রাখা হয়েছিল। এটি উচ্ছেদ করে সেখানে বৃক্ষরোপণ করেছি। এখন সেখানে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। খালে পানির প্রবাহ ফিরে এসেছে। কল্যাণপুর রিটেনশন পন্ডের প্রায় ৫০ একর জমি দীর্ঘদিন দখল ছিল। সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রায় ৩২ একর জমি উদ্ধার করেছি। সেখানে কল্যাণপুর হাইড্রো ইকো পার্ক নির্মাণ করা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ডিএনসিসির যে প্রধান সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হতো, সেগুলো চিহ্নিত করে ড্রেনেজ ব্যবস্থা উন্নত করে জলাবদ্ধতা দূর করা হয়েছে। কিছুদিন আগে অল্প সময়ের ভারী বৃষ্টিতে ডিএনসিসি এলাকার মেইন সড়কে কিন্তু দীর্ঘ সময় জলাবদ্ধতা হয়নি। 

ডিএনসিসি মেয়র বলেন, আমাদের খাল ও জলাধারগুলো যদি সিএস এবং আরএস দাগ অনুযায়ী ফিরিয়ে আনা যায়, তাহলে জলাবদ্ধতা পুরোপুরি নিরসন করা সম্ভব হবে।

এসময় জলাধার ভরাট করে স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান মেয়র আতিক।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |