বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তারের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
বুধবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে বিক্ষোভের আয়োজন করা হয়। মিছিলটি শহরের চকবাজার এলাকা থেকে শুরু হয়ে দক্ষিণ তেমুহনী গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, বর্তমান কমিটির সদস্য সচিব আবদুল আলীম হুমায়ুন, জেলা কৃষ কদলের সভাপতি মাহবুবুল আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবীর স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন শিমুল ও লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল খালেদসহ অনেকে। মিছিলে দুই শতাধিক নেতাকর্মী অংশ নিয়েছে।
বক্তারা বলেন, সাবেক এমপি ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ধানমন্ডির বাসা থেকে রাত ১০টার পর থেকেই ঘিরে রেখেছিল পুলিশ। পরে দরজা ভেঙে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এটি চোরাগোপ্তা হামলার মতো ঘটনা ঘটেছে। এটি ন্যক্কারজনক ঘটনা। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বক্তারা।
উল্লেখ্য, মঙ্গলবার (১০ অক্টোবর) গভীর রাতে ধানমন্ডির বাসার দরজা ভেঙে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে আটক করে পুলিশ। এদিন দুপুর ১২টায় এ্যানিকে ঢাকা সিএমএম কোর্টে নিয়ে সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।