ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

স্ত্রীকে বাজারে পাঠিয়ে প্রতিবেশীর মেয়েকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ , ১২:৪৪ পিএম


loading/img

নোয়াখালীর সোনাইমুড়ীতে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ সুমন (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সোনাইমুড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত সুমন উপজেলার বজরা ইউনিয়নের রশীদপুর গ্রামের জলিলের ছেলে।

বিজ্ঞাপন

এর আগে, গত রোববার (১৫ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের রশীদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, ঘটনার দিন ভুক্তভোগীর পরিবার মামলা করতে গেলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী মামলা নেয়নি। পরের দিন সংবাদকর্মীরা বিষয়টি নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলামকে অবহিত করলে পুলিশ মামলা নেয়।

ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, রোববার সকাল ৯টার দিকে আমার অসুস্থ মা ও মেয়েকে ঘরে রেখে বাজারে যাই। বাজারে যাওয়ার পথে সুমনের সঙ্গে আমার দেখা হয়। কোথায় যাচ্ছি জানতে চেয়ে আমাকে গাড়ি ভাড়া করে দেয়। এরপর বাড়িতে গিয়ে তার স্ত্রীকে জোর করে বাজারে মাছ কিনতে পাঠায়। পরে আমার ঘরে ঢুকে মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |