নড়াইলে বাল্যবিয়ে প্রতিরোধে ইমামদের করণীয় বিষয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) সকালে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা ইমাম সমিতির সভপতি হাফেজ মাওলানা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী। কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওয়াকিউজ্জামান প্রধান আলোচক হিসেবে বাল্য বিয়ে প্রতিরোধে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আলোচনা করেন ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মো. মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা ইমাম সমিতির সভাপতি মাও. রশিদ আহমাদ।
উল্লেখ্য, জেলায় বর্তমানে বাল্যবিয়ের হার ৭০ শতাংশ।