ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

চাঁদপুরে বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন

স্টাফ রিপোর্টার চাঁদপুর, আরটিভি নিউজ

শনিবার, ২১ অক্টোবর ২০২৩ , ০৭:০২ পিএম


loading/img
ছবি : আরটিভি

বাল্যবিয়ে না দেওয়ার জন্য কঠোর নজরদারি থাকলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চাঁদপুর শহরের বাবুরহাট বাজার এলাকায় প্রস্তুতি নেওয়া হয় বাল্যবিয়ের। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ওই বিয়ের সব প্রস্তুতি বন্ধ করে দেয়।

বিজ্ঞাপন

শনিবার (২১ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।

তিনি বলেন, শুক্রবার বাদ জুমা বাবুরহাট বাজারের লোকমান মিজির বাড়িতে বাল্যবিয়ের আয়োজন চলছিল। এ ব্যাপারে সংবাদ পায় উপজেলা প্রশাসন। পরে প্রশাসনের তৎপরতায় আইনানুগভাবে এ বিয়ে প্রতিরোধ করা হয় এবং বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ অনুযায়ী অভিভাবকের মুচলেকা নেওয়া হয়।

বিজ্ঞাপন

এ সময়ে সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য, মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক নাছিমা আক্তার। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |