সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে জেলার সলঙ্গা থানার মহাসড়কের পাঁচলিয়া ও নলকার মাঝামাঝি আজিজ ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পিকআপটির সামনের পুরো অংশ পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ওসি এম এ ওয়াদুদ জানান, একটি সবজিবাহী পিকআপ রাত সোয়া ৩টার দিকে উত্তরবঙ্গ থেকে সবজি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পিকআপটি আজিজ ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে সেখানে রাস্তা ভাঙা থাকায় পিকআপটি গতি কমায়। এই সুযোগে কয়েকজন দুর্বৃত্ত পিকআপটিতে আগুন ধরিয়ে দেয়। দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
উল্লেখ্য, বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধে এর আগেও সিরাজগঞ্জের মহাসড়কে তিনটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।