রাজধানীর দেয়ালে পোস্টার লাগানোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এসময় তিনটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেল আরটিভির টকশোতে দেয়াল লিখন ও পোস্টার লাগানোর বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তাকে অন্যান্য আলোচকরা প্রশ্নবাণে জর্জরিত করে তুলেন। পাশাপাশি তারা এর প্রতিকার দাবি করেন। উপস্থিত সবাইকে এসময় নির্বাহী কর্মকর্তা আশ্বাস দেন ব্যবস্থা নেওয়ার। এর পরপরেই লাগাতার অভিযানে নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাজধানীর সাইন্সল্যাব, নিউমার্কেট এলাকায় দেয়াল, পীলার ও ওভার ব্রিজে থাকা পোষ্টার ও ব্যানারগুলো অপসারণ করে।
এসময় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় এসব পোস্টারিং এর বিরুদ্ধে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে মিরপুর ক্যাডেট কোচিং সাইন্সল্যাব শাখাকে ১০ হাজার, নিউরন নার্সিং কোচিং সাইন্সল্যাব শাখাকে ১০ হাজার এবং ইউসিসি কোচিং এর সাইন্সল্যাব শাখাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে বুধবার রাজধানীর প্রেসক্লাব, হাইকোর্ট, মৎস্য ভবন, কাকরাইল এলাকাসহ কয়েকটি এলাকায় দেয়ালের পোস্টার অপসারনের কাজ চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মীরা। এসময় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
সিটি করপোরেশনের কর্মকর্তারা বলেন, বাংলাদেশে ‘দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২’ অনুযায়ী অনুমতি ছাড়া দেয়াল লিখন বা পোস্টার সাঁটালে তা শাস্তিযোগ্য অপরাধ। ২০১২ সালের ফেব্রুয়ারিতে দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইন গেজেট আকারে প্রকাশ করে সরকার। আইন ভঙ্গ করে কেউ যত্রতত্র দেয়াল লিখন বা পোস্টার লাগালে এর সুবিধাভোগীর বিরুদ্ধে অন্যূন ১০ হাজার টাকা এবং অনূর্ধ্ব ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হবে, অনাদায়ে অনধিক ৩০ দিন পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দেওয়া যাবে। এ ছাড়া ওই সুবিধাভোগীকে তার নিজ খরচে সংশ্লিষ্ট দেয়াল লিখন, পোস্টার মুছে ফেলার বা অপসারণের জন্য আদেশ দিতে পারবেন আদালত।
এবিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, সৌন্দর্য রক্ষায় রাজধানীতে অভিযান একটি চলমান প্রক্রিয়া। তবে জরিমানা এবং পরিচ্ছন্নতা সমাধান নয়। এর জন্য আমাদের আরও সচেতন হতে হবে। সতর্ক হতে হবে। এ দায়িত্ব সবার। আমাদের ঢাকা, আমাদেরকেই সৌন্দর্য রক্ষা করতে হবে। না হয় একদিক দিয়ে পরিষ্কার করবো, অপর দিক দিয়ে লাগাবে, এভাবে চলতে থাকলে শেষ হবে না। সৌন্দর্য ফিরবে না এই শহরের। এ কাজে সবাইকে এগিয়ে আসার পরামর্শ দেন তিনি।