• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

ঢাকায় অবতরণ না করেই ফিরে গেল ১৩ বিমান 

আরটিভি নিউজ

  ০৪ জানুয়ারি ২০২৪, ১১:২৯
বিমান
ছবি : সংগৃহীত

রাত থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি ১৩টি ফ্লাইট।

বুধবার দিবাগত রাত ২টা থেকে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ফ্লাইটগুলো ডাইভার্ট হয়ে অন্য বিমানবন্দরে অবতরণ করে।

এদের মধ্যে সাতটি ফ্লাইট অবতরণ করে ভারতের কলকাতা ও হায়দ্রাবাদে। বাকি ছয়টি ফ্লাইট চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

কলকাতায় যাওয়া ৬টি ফ্লাইটের মধ্যে রয়েছে কুয়েত থেকে আসা জাজিরা এয়ারওয়েজ, ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ার, কুয়ালালামপুর থেকে আসা এয়ার এশিয়া, শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়া এবং চীনের গুয়াংজু ও কুয়ালালামপুর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট।

এছাড়া ঘন কুয়াশার আগাম খবরে রিয়াদ থেকে যাত্রা করা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের (সাউদিয়া) ফ্লাইটটি মাঝপথে হায়দ্রাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, সকাল পৌনে ১০টার দিকে ডাইভার্ট ফ্লাইটগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসতে শুরু করেছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরে বিজিবির সাবেক মহাপরিচালক আটক
দুদকের মামলায় সাবেক খাদ্য সচিব ইসমাইল গ্রেপ্তার 
এক বছরে আয়ের রেকর্ড বিমানের
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ