ঘন কুয়াশা কেটে যাওয়ার ৩ ঘণ্টা পর নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) দুপুর ১টা ৩০মিনিট থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে কোনো ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করতে পারেনি।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের তথ্যমতে, সকাল ৯টায় ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছিল। সে সময় ঘন কুয়াশার কারণে এ অঞ্চলে দৃষ্টিসীমা ছিল মাত্র ৫০০ মিটার। ফলে বিমানবন্দরে কোনো ফ্লাইট ওঠানামা করতে না পারায় শিডিউল বিপর্যয় পড়ে।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ (ওসি) লোকমান হোসেন বলেন, মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা ছিল বিমানবন্দর এলাকা। সকাল ৯টায় রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল ৫০০ মিটার। দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কুয়াশা কেটে যাওয়ায় ফ্লাইট চলাচলের প্রয়োজনীয় দৃষ্টিসীমা চলে আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়।