ঝিনাইদহে ৪ বিদেশি পিস্তল ও ৮ গুলি উদ্ধার
ঝিনাইদহে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী মকরধ্বজপুর গ্রামের একটি কলাবাগান থেকে ৪ অস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।
বুধবার (১০ জানুয়ারি) বিকেলে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায়।
মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন কয়েকজন চোরাকারবারি প্লাস্টিকের বস্তায় করে ভারত হতে বিশেষ কিছু নিয়ে আসছে। এমন খবরে একটি বিশেষ টহল দল দুই ভাগে বিভক্ত হয়ে সীমান্ত পিলার ৫৩/১ এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মকরধ্বজপুর গ্রামের কলা বাগানের মধ্যে দুইটি পৃথক স্থানে এ্যাম্বুশ নিয়ে অবস্থান করে। এ সময় চোরকারবারিরা বিজিবি’র অবস্থান টের পেয়ে তাদের হাতে থাকা বস্তা ফেলে দৌঁড়ে পালিয়ে যায়।
পরে বিজিবির টহল দল ঘটনাস্থল তল্লাশি করে প্লাস্টিকের বস্তাটি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তাটি খুলে কম্বলের ভাঁজের মধ্যে অভিনব কায়দায় ৮ রাউন্ড অ্যামোনিশন একটি অত্যাধুনিক বিদেশি পিস্তলসহ ৪টি পিস্তল উদ্ধার করে।
আইনি প্রক্রিয়া শেষে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
মন্তব্য করুন