ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

সাজেকে বিজিবির শীতবস্ত্র বিতরণ 

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি

সোমবার, ২২ জানুয়ারি ২০২৪ , ০৮:৩৪ পিএম


loading/img
ছবি : আরটিভি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে খাগড়াছড়ি সেক্টর অধীনস্থ বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) কর্তৃক স্থানীয় দুস্থ ও দরিদ্র ১০০ পরিবারের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২২ জানুয়ারি) বাঘাইহাট ব্যাটালিয়ন( ৫৪ বিজিবি) সদর দপ্তরে হাগালা পাড়া, মুসলিম পাড়া, ১০ নাম্বার বাঘাইহাট, হাজাছড়া, ভাইবোনছড়া এলাকার শীতার্ত ১০০ পরিবারের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান, পিএসসি, জি। 

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মেজর মো. নাজমুল হাসান, এএমসি, ভারপ্রাপ্ত উপ অধিনায়ক, সহকারী পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়া, কোয়াটার মাস্টার, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ৷ 

বিজ্ঞাপন

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এলাকার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার জন্য জনসাধারণের সহযোগিতা  কামনা করেন, এবং ভবিষ্যতেও এই জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পাহাড়ে প্রচন্ড শীতে কম্বল পেয়ে সুবিধাভোগীরা বাঘাইহাট ব্যাটালিয়নের প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করনে।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |