টিসিজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আরটিভি একাদশ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে নগরের এম এ আজিজ স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ফাইনালে সময় টিভি একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা।
বিজয়ী দল আরটিভি একাদশের দেবাশীষ বড়ুয়া দেবু ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন। চ্যাম্পিয়ন হয়ে আরটিভি একাদশ আকর্ষণীয় ট্রফির সঙ্গে নগদ ১৫ হাজার টাকা প্রাইজমানি পেয়েছে।
অন্যদিকে রানার্স-আপ হয়ে ট্রফির সঙ্গে নগদ ১০ হাজার টাকা প্রাইজমানি পেয়েছে সময় টিভি একাদশ। এ টুর্নামেন্টে সময় টিভি একাদশের খেলোয়াড় মোহাম্মদ ইকবাল সেরা খেলোয়াড় এবং বাংলা টিভি একাদশের খেলোয়াড় বাবুন পাল সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন।
ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশের সঞ্চালনায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মো. হাকিম আলী, কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, ব্যবসায়ী মোহাম্মদ আক্কাস উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চ্যাম্পিয়ন আরটিভি একাদশকে অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, এমন অসাধারণ আয়োজনের জন্য টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ। বেশ ভালো ফুটবল খেলা হয়েছে। এ রকম আয়োজনে যুক্ত হয়ে সত্যিই অভিভূত।
ভবিষ্যতেও সাংবাদিকদের এমন মিলনমেলায় পাশে থাকার অঙ্গীকার করে তিনি বলেন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সবসময় ভালো কাজের পাশে থাকে। যারা সংবাদ নিয়ে কাজ করে, তারাই আজ মাঠে নেমেছে। এ রকম আয়োজনকে আমরা সবসময় উৎসাহিত করি। আশা করছি, এ মেলবন্ধন আগামী দিনেও অটুট থাকবে।