• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

গান শোনাকে কেন্দ্র করে ২ গ্রামের সংঘর্ষ, আহত ৮

অনলাইন ডেস্ক
  ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৮
গান শোনাকে কেন্দ্র করে ২ গ্রামের সংঘর্ষ, আহত ৮
ছবি : সংগৃহীত

গান শোনাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গোপালদিয়াড় ও বাঁশবাড়িয়া নামের ২ গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ৮ জন আহত হয়েছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সেবাবাগ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় মসজিদের মাইকে লোকজন ডেকে মারামারির জন্য একত্রিত করার অভিযোগ উঠেছে বাঁশবাড়িয়া গ্রামবাসীর বিরুদ্ধে।

গোপালদিয়াড় গ্রামের আহতরা হলেন জামাত আলীল ছেলে আশিক (২৫), মৃত আজগর আলীর ছেলে চাঁদ আলী (৫০), শুকুর আলীর ছেলে ইকলাচুর রহমান (৩৫), আক্তার আলীর ছেলে সাহাবুল হক (৪০) ও আব্দুল বারেক আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫)। বাঁশবাড়িয়া গ্রামের আহতরা হলেন ইউনুচ আলীর ছেলে নান্নু (৩৫), মহিদুল ইসলামের ছেলে জীবন আলী (২৮) ও মৃত ফাকের আলীর ছেলে ইউসুচ আলী (৬০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে হাটবোয়ালিয়া বাজারে বাঁশবাড়িয়া গ্রামের ইমরান নামের এক ব্যক্তির সঙ্গে গোলযোগ বাধে গোপালদিয়াড় গ্রামের এনামুল নামের আরেক ব্যক্তির। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিও হয়। এ সময় স্থানীয় হাটবোয়ালিয়া বাজারে থাকা লোকজন তাদের দুজনকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। তারা গ্রামে ফিরে গ্রামের মানুষকে বিষয়টি জানায়। পরে ইমরানের পরিবারের সদস্যরা বাড়ি ফেরার সময় গোপালদিয়াড় গ্রামবাসী সেবাবাগ বাজার নামক স্থানে তাদের সঙ্গে আবার ঝামেলা শুরু করে।

এ সময় বাঁশবাড়িয়া গ্রামের মসজিদে মাইকিং করে মারামারির জন্য লোকজনকে একত্রিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় গ্রামের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে আলমডাংগার হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে আলমডাঙ্গা থানা, ওসমানপুর পুলিশ ফাঁড়ি ও হাটবোয়ালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) একরাম হোসাইন বলেন, মাইকে প্রচারের বিষয়টি আমার জানা নেই। তবে ২ গ্রামের কয়েকজন মানুষের মধ্যে হাতাহাতি-মারামারির ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কোনো পক্ষের অভিযোগ আমরা পাইনি। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নকল শিশুখাদ্য বিক্রি করায় ৯০ হাজার টাকা জরিমানা
শীতের আমেজ চুয়াডাঙ্গায়
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ২ লাখ টাকা জরিমানা
চুক্তির টাকা দিতে না পেরে টিকটকার মুন্নীকে হত্যা