ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

দোকা‌নের তালা ভেঙে মিলল যুবকের লাশ

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪ , ০৬:৫৭ পিএম


loading/img
ছবি : আরটিভি

টাঙ্গাইলের ঘাটাইলে মনির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে নাহিদ (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বীরঘাটাইল গ্যারেজের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত নাহিদ পোয়া কোলাহা গ্রামের ধলা মিয়ার ছেলে। 

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বীর ঘাটাইল মনির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে নাহিদ দীর্ঘ দিন ধরে কাজ করে আসছিল। প্রতি দিনের মতো কাজ শেষে ঘুমিয়ে পড়ে সে। বৃহস্পতিবার সকালে ওয়ার্কশপ বন্ধ দেখতে পেয়ে আশপাশের লোকজন ডাকাডাকি করেন। কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা পুলিশকে খরব দেয় পুলিশ। পরে পুলিশ দোকানের তালা ভেঙে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। 

তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম মিয়া।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |