ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় থানা ঘেরাও

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ , ০৩:৩৪ পিএম


loading/img
ছবি : আরটিভি

সিরাজগঞ্জের এনায়েতপুরে এক আওয়ামী লীগ নেতা ও কলেজ প্রভাষককে গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থী, আওয়ামী লীগ নেতাকর্মী ও জনসাধারণ। এ সময় টায়ার জ্বালিয়ে এনায়েতপুর-শাহজাদপুর আঞ্চলিক সড়ক অবরোধ করা হয়।

বিজ্ঞাপন

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে জেলার এনায়েতপুর থানা ঘেরাও এবং সড়ক অবরোধের ঘটনাটি ঘটে।

এর আগে রাতে এনায়েতপুর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও খামারগ্রাম ডিগ্রি কলেজের প্রভাষক রাশেদুল হাসান রাশেদকে গ্রেপ্তার করে পুলিশ।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে মারপিটের এক মামলায় এজাহারনামীয় আসামিদের একজন রাশেদুল হাসান রাশেদকে মঙ্গলবার রাতে আটক করা হয়। তার মুক্তির দাবিতে থানার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। অবরোধ ও অবস্থানকারীদের শান্তিপূর্ণভাবে সরে যেতে বলা হয়েছে। আটক রাশেদসহ চারজনকে আদালতে প্রেরণ করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |