হিজাব না পরায় শিক্ষার্থীদের চুল কেটে দিলেন শিক্ষিকা
মুন্সীগঞ্জে সিরাজদিখান উপজেলায় হিজাব ও ওড়না না পরে ক্লাসে আসায় শিক্ষার্থীদের চুল কেটে দিয়েছেন এক শিক্ষিকা।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলার রাজানগরের সৈয়দপুর আব্দুর রহমান স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এদিন সপ্তম শ্রেণীর ক্লাস চলাকালে ঘটনাটি ঘটেছে। এ সময় ৪ শিক্ষার্থীর চুল কেটে নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মিয়া ফরিদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সপ্তম শ্রেণির জীব বিজ্ঞান ক্লাসে ঘটনাটি ঘটেছে। হিজাব ও ওড়না না পরায় শিক্ষার্থীদের ভয় দেখানোর জন্য বায়োলজির শিক্ষিকা রুনিয়া সরকার ৩ থেকে ৪ জন শিক্ষার্থীর চুল অল্প কিছুটা কেটে দেয়।
তিনি আরও জানান, এটা শিক্ষিকা অন্যায় করেছেন। আমি তখন বিদ্যালয়ে ছিলাম না, পরে জেনেছি। বৃহস্পতিবার এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দপুর আব্দুর রহমান উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সভাপতি ইঞ্জিনিয়ার মো. গোলাম হোসেন বলেন, ‘বিষয়টি সন্ধ্যায় প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন। আগামীকাল আমি প্রতিষ্ঠানে যাব এবং ঘটনা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
অভিযুক্ত শিক্ষিকা রুমিয়া সরকারের মোবাইলে ফোন দিলেও বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহম্মেদ জানান, আমি ওই বিদ্যালয়ের অধ্যক্ষ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলে বিষয়টি জেনেছি। আগামীকাল ওই স্কুলে যেয়ে শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নেব।
মন্তব্য করুন