• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

বরগুনায় কোটি টাকা মূল্যের তক্ষক জব্দ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ মার্চ ২০২৪, ২১:২২
ছবি : আরটিভি

বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে কোটি টাকা মূল্যের ৩টি তক্ষক জব্দ করেছে পুলিশ। কিন্তু এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকা থেকে ইউসুফ মৃধার বসতঘর থেকে স্থানীয়দের সহায়তায় ৩টি তক্ষক জব্দ করে পুলিশ। অভিযুক্ত ওই গ্রামের রশিদ হাওলাদারের ছেলে। তার স্ত্রী বান্দরবন জেলার লামা উপজেলার বাসিন্দা।

ঘটনাসূত্রে জানা যায়, ইউসুফ মৃধা ও তার স্ত্রী রহিমা বেগম দীর্ঘদিন ধরে অবৈধভাবে তক্ষকের ব্যবসা করে আসছিলো। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে পুলিশকে জানালে তারা অভিযান চালিয়ে তিনটি কোটি টাকা মূল্যের তক্ষক জব্দ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে রহিমা পালিয়ে যায়।

প্রতিবেশীরা জানায়, ইউসুফ মৃধার শশুর বাড়ি পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলা থেকে অবৈধভাবে তক্ষক পাথরঘাটায় এনে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিল। তবে এর সাথে বড় একটি চক্র জড়িত আছে।

এ বিষয়ে পাথরঘাটা থানার এসআই পলাশ চন্দ্র বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমাদের উপস্থিতি টের পেয়ে স্বামী-স্ত্রী সেখান থেকে পালিয়ে যায়। পরে সেখান থেকে তিনটি তক্ষক জব্দ করতে সক্ষম হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ আগস্ট পরবর্তী মামলাগুলো যথাযথ তদন্ত করতে হবে: আইজিপি 
পরীমণির প্রাক্তন স্বামীর মৃত্যু, যা জানাল পুলিশ
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ছেলের মুখে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা শুনে মায়ের আত্মহত্যা