• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

বাগেরহাটে জুস কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ মার্চ ২০২৪, ২০:৫৩
ছবি : আরটিভি

বাগেরহাটে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরির অভিযোগে টাটা ফুড অ্যান্ড কনজ্যুমার প্রোডাক্ট নামে এক কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে জেলার মোরেলগঞ্জ উপজেলার উত্তর পুঁটিখালী গ্রামের শহীদ মার্কেটে ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ ও র‌্যাব যৌথভাবে অভিযান চালিয়ে এই জরিমানা করে।

বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরানের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন ও ভেজাল জুস তৈরির অপরাধে মো. আলী আকবর শেখকে (৩৮) এক লাখ টাকা জরিমানা করেন এবং তিন হাজার কেজি জুস তৈরির বিষাক্ত কেমিক্যাল উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দকৃত জুস তৈরির বিষাক্ত কেমিক্যাল এবং বিপুল পরিমাণ ভেজাল জুস ধ্বংস করা হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হজে অনিয়ম, ২ এজেন্সিকে জরিমানা
হিলিতে ভোক্তা অধিকারের অভিযান, ১৮ হাজার টাকা জরিমানা
স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
নকল শিশুখাদ্য বিক্রি করায় ৯০ হাজার টাকা জরিমানা