পারিশ্রমিক ছাড়াই ১৮ বছর তারাবি পড়াচ্ছেন ছাত্রলীগ সভাপতি!
কক্সবাজারের টেকনাফের একটি মসজিদে কোনো হাদিয়া বা বিনিময় ছাড়াই দীর্ঘ ১৮ বছর ধরে রমজানে খতম তারাবি পড়াচ্ছেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাফেজ নূর কামাল।
জানা গেছে, টেকনাফের সীমান্ত শহরের ফুলের ডেইল এলাকার বাসিন্দা হাফেজ নূর কামাল। তিনি ২০০৪ সালে কোরআনে হাফেজ হয়ে ফুলের ডেইলের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম তারাবি নামাজ পড়ানো শুরু করেন। এবার ১৮তম তারাবি নামাজের ইমামতি করছেন তিনি। কামাল ২০১৪ সালে হ্নীলা শাহমজিদিয়া ইসলামিয়া আলিম মাদরাসা থেকে দাখিল, ২০১৬ সালে কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসা থেকে আলিম ও ২০২০ সালে ফাজিল পাস করেছেন। বর্তমানে উখিয়া কলেজে বাংলা বিভাগের স্নাতকের শেষ বর্ষের ছাত্র তিনি।
২০১০ সালে হ্নীলা শাহমজিদিয়া ইসলামিয়া আলিম মাদরাসা শাখা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন হাফেজ নূর কামাল। এরপর ২০১৮ সালে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পরের বছর হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন তিনি।
এ বিষয়ে হাফেজ নূর কামাল বলেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করছি। যত দিন বেঁচে থাকব ইসলাম প্রচারে কাজ করে যাব। রাজনীতির পাশাপাশি হালাল আয় করে জীবন অতিবাহিত করতে চাই।
মন্তব্য করুন