• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

মা-বাবার সঙ্গে পুণ্যস্নানে গিয়ে সন্তানের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ এপ্রিল ২০২৪, ১৬:৫৯
ছবি : সংগৃহীত

পঞ্চগড়ে সনাতন ধর্মালম্বীদের বারুনী মহাস্নান উৎসবে করতোয়া নদীর উত্তর স্রোতে স্নান করতে গিয়ে পানিতে ডুবে ধনঞ্জয় (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাড়ি আটোয়ারি উপজেলার চুচুলি বটতলী গ্রামে। সে ওই গ্রামের রবি চন্দ্র বর্মনের ছেলে।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে বোদা উপজেলার বোয়ালমারী এলাকায় করতোয়া নদীতে এই ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, শিশুটি তার বাবা-মায়ের সাথে উৎসবে অংশগ্রহণ করে। দুপুরে শিশুটিকে নদীর পাড়ে রেখে তার বাবা-মা একত্রে করতোয়া নদীর পানিতে পবিত্র হওয়ার জন্য স্নান করতে নামে। এদিকে সকলের অজান্তে শিশুটি নদীর পানিতে নামলে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পরে শিশুটিকে ফায়ার সার্ভিসের সহায়তায় মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেসের ৬ বগি, মধ্যরাতে ভোগান্তিতে যাত্রীরা
আষাঢ় মাসজুড়ে ২ লাখ গাছ লাগানো হবে পঞ্চগড়ে
৭ বছর পর পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন
পুণ্যস্নানে এসে হিট স্ট্রোকে মতুয়া ভক্তের মৃত্যু