চাঁপাইনবাবগঞ্জের অবৈধযানে উচ্চস্বরে গান-বাজনা এবং মোটরসাইকেলে দুই জনের বেশি আরোহী থাকায় পাঁচজনকে তিন হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে জেলার শিবগঞ্জের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে তাদের জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন জানান, সড়ক পরিবহন নিয়ন্ত্রণ আইন অমান্য করায় তাদের জরিমানা করা হয়েছে।
এর আগে, গত ৮ এপ্রিল উপজেলা প্রশাসনের জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শিবগঞ্জ উপজেলায় ঈদ ও নববর্ষ উদযাপনে আতশবাজি, সড়কে অবৈধযান ব্যবহার করে উচ্চস্বরে গান-বাজনা নিষিদ্ধ।