মঙ্গল শোভাযাত্রাসহ সাংস্কৃতিক নানান আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জবাসী।
সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মঙ্গল শোভাযাত্রায় ফুটিয়ে তোলেন দেশীয় নানা মোটিভ। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের বঙ্গবন্ধু মঞ্চে হয় বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান।
বর্ষবরণ উপলক্ষে দিনব্যাপী আয়োজনে জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, পুলিশ সুপার ছাইদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিনসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।