মাজা ভাঙা দল বিএনপি : হানিফ 

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ , ০৩:৫৮ পিএম


মাজা ভাঙা দল বিএনপি : হানিফ 
ছবি : আরটিভি

মাজা ভাঙা দল বিএনপি বলেই ঘরে উঠে গেছে এমন মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

বিজ্ঞাপন

সোমবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপি নেতা কর্নেল (অব.) অলি আহমেদ নিজেই এক জনসভায় বলেছিলেন, খালেদা জিয়া ও তারেক জিয়া মা-বেটা মিলেই দেশটারে গিলে খাইলো। এবং বলেছিলেন এই দুজনই দেশ ধ্বংসের মূল কারণ। যেখানে তাদের দলের একসময়ের নেতা ও ঘনিষ্ঠজনরাই এসব কথা বলেন। সেখানে মির্জা ফখরুল ইসলামরা নতুন করে সাধু সেজে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এটা করে কোনো লাভ নেই। 

বিজ্ঞাপন

এ সময় তিনি আরও বলেন, কোথাও যুদ্ধ হোক এটা আমরা সমর্থন করি না। আমরা চাই গোটা পৃথিবীই শান্তিপূর্ণ থাকুক। ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলারও আমরা প্রতিবাদ করেছি। ইউক্রেন-রাশিয়া যুদ্ধেরও আমরা বিপক্ষে ছিলাম। আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই। 

এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission