চুয়াডাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস-মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আলামিন হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ এপ্রিল) চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা আঞ্চলিক সড়কে নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। আলামিন উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সীগঞ্জ এলাকার মৃত মিন্টু ইসলামের ছেলে।
জেহালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি ইউপি সদস্য ছিলেন তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ওসি শেখ গণি মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলামিন মোটরসাইকেলযোগে মুন্সীগঞ্জের নিগার সিদ্দিক কলেজ এলাকার (এডিবি) ব্রিকসে যাচ্ছিলেন। এ সময় ট্রাক ওভারটেক করতে গেলে সামনে থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গার একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার সময় তার মৃত্যু হয়।
ওসি শেখ গণি বলেন, মুন্সীগঞ্জের নিগার সিদ্দিক কলেজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। শুনেছি তিনি আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
মন্তব্য করুন