বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৯তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে আর্টক্যাম্প ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে সুলতানের বাগানবাড়িতে আলোচনা সভা শেষে দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী। আর্টক্যাম্পে নড়াইলসহ দেশের বিভিন্ন জেলার ৩৫ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রশিল্পী প্রফেসর আলাউদ্দিন, শিল্পী নাসির উদ্দি আহম্মেদ খান, এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদী বৈরাগী, সাবেক অধ্যক্ষ অশোক কুমার শীল, চিত্রশিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকুসহ সুলতান প্রমুখ।
বিকেলে চিত্রশিল্পীদের অংশগ্রহণে আঁকা ছবি প্রদর্শনী শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। পুরস্কার বিতরণ করবেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরিফ।