• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

যুবকদের সিগারেট খেতে মানা করায় শিক্ষককে ছুরিকাঘাত

আরটিভি নিউজ

  ২০ এপ্রিল ২০২৪, ১৯:২৮
যুবকদের সিগারেট খেতে মানা করায় শিক্ষককে ছুরিকাঘাত
ছবি : সংগৃহীত

কুষ্টিয়ায় প্রকাশ্যে যুবকদের সিগারেট না খেতে বলায় শামীম হোসেন নামে এক কলেজশিক্ষক ও তার ভাইকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ছাড়াও ওই শিক্ষকের বাড়িঘর ভাঙচুর চালানো হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) রাত ৯টায় কুষ্টিয়ার হাটশহরিপুর ইউনিয়নের ফারাজীপাড়ায় এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতের শিকার শামীম হোসেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক। এ ছাড়াও তার ভাই শাহীন বিশ্বাসকেও ছুরিকাঘাত করা হয়েছে।

আহত দু’জনকে রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফারাজীপাড়া জামে মসজিদের পাশে একটি দোকানে এলাকার কয়েকজন যুবক সিগারেট খাচ্ছিলেন। এমন সময় ওই কলেজ শিক্ষক শামীম হোসেন তাদের সিগারেট খেতে নিষেধ করলে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে এলাকার স্থানীয় যুবক জয়, প্রান্ত, জিসান, সাফায়েত, রাব্বি, হাবিবসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে কলেজশিক্ষক শামীম, তার ভাই শাহীন বিশ্বাসকে মারধর ও ছুরিকাঘাত করে। পরে ওই কলেজ শিক্ষকের বাড়িঘর ভাঙচুর চালিয়ে পালিয়ে যায় তারা।

স্থানীয়রা শামীম ও তার ভাই শাহীন বিশ্বাসকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় রাতেই ওই কলেজ শিক্ষক শামীম হোসেন কুষ্টিয়া মডেল থানায় বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এ মামলায় ২ জন আসামিকে পুলিশ রাতেই গ্রেপ্তার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ সোহেল রানা।

তিনি বলেন, এ ঘটনায় ২ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাগলের খামারে মিলল ১৫ কোটি টাকার অবৈধ সিগারেট স্ট্যাম্প
ঘন ঘন ধূমপান কি সত্যিই মানসিক চাপ কমায়, বিশেষজ্ঞরা কী বলছেন
এক বছরে ৩৮ হাজার কোটি টাকা কর দিয়েছেন ধূমপায়ীরা
ভালো মা মদ-সিগারেট খাবে না, হাতকাটা ব্লাউজ পরবে না