নরসিংদীতে বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) জুমার পর শহরের নবাব বাড়ি ঈদগাহ মাঠে এ নামাজ আদায় করা হয়।
নামাজে অংশগ্রহণকারীরা জানান, কয়েক দিন যাবৎ নরসিংদীসহ সারাদেশে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টি না হওয়ায় তীব্র গরমে কষ্ট ভোগ করছেন সকল শ্রেণি-পেশার মানুষ। তীব্র গরম থেকে মুক্তি পেতে আল্লাহর সাহায্য চেয়ে এই নামাজ আদায় করেন স্থানীয় মুসল্লিরা।
নামাজে ইমামতি করেন নরসিংদী বড় বাজার মসজিদের পেশ ইমাম মুফতি রবিউল আলম।
নামাজ শেষে খুতবা প্রদানের পর দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা হয়।
এ সময় দোয়াতে মুসল্লিরা নিজেদের পাপের জন্য ক্ষমা চেয়ে রহমতের বৃষ্টি কামনা করেন।